Nusrat Faria | বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করলো বাংলাদেশ পুলিশ!

গ্রেপ্তার বাংলাদেশের বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওপার বাংলায় গ্রেফতার বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, আজ থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, অভিনেত্রীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছিল। এই মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে তাঁকে। উল্লেখ্য, এদেশেও বহু সিনেমায় কাজ করেছেন নুসরাত।