Bangladesh MP Murder । বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের মূল অভিযুক্ত গ্রেফতার কাঠমান্ডুতে!

Friday, June 7 2024, 3:43 pm
highlightKey Highlights

গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সিয়াম। সূত্রের খবর, তাকে কাঠমান্ডুতে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। সিয়ামকে গ্রেফতারির কথা আগেই স্বীকার করেছিল ঢাকার গোয়েন্দা বিভাগ। এ বার কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে এ রাজ্যের সিআইডি। যদিও বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁর দেহ খুঁজতে ভারতীয় নৌবাহিনীও সাহায্য নেওয়া হয়।


গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সিয়াম। সূত্রের খবর, তাকে কাঠমান্ডুতে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। সিয়ামকে গ্রেফতারির কথা আগেই স্বীকার করেছিল ঢাকার গোয়েন্দা বিভাগ। এ বার কাঠমান্ডু থেকে সিয়ামকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে এ রাজ্যের সিআইডি। যদিও বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁর দেহ খুঁজতে ভারতীয় নৌবাহিনীও সাহায্য নেওয়া হয়।

সিআইডি সূত্রের খবর, এই খুনের মামলার মূল অভিযুক্ত আখতারুজ্জামান ওরফে শাহিনের খোঁজ চলছে। অনুমান, শাহিন কলকাতা থেকে নেপাল হয়ে আমেরিকায় পালিয়ে গিয়েছেন। তিনি আমেরিকারই বাসিন্দা। তাই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগও শুরু করা হয়েছে। সেই শাহিনেরই অন্যতম প্রধান সহযোগী সিয়াম। সে নেপালে পাড়ি দেয় খবর পেতেই বাংলাদেশি নাগরিক সিয়ামকে পাকড়াও করতেও ভারত-নেপাল সীমান্তের নানা এলাকায় সিআইডি-র বিশেষ তদন্তকারী দল খোঁজখবর চালায়।

আরও পড়ুন : বাংলাদেশী সাংসদকে খুনের জন্য ৫ কোটি টাকা সুপারি! কসাই ডেকে ছাল-হাঁড় ছাড়িয়ে টুকরো করে দেহ লোপাট! রয়েছে 'হানি ট্র্যাপ'ও!

Trending Updates

অন্যদিকে, বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।অভিযোগ, বাংলাদেশের ঝিনাইদহের সাংসদকে খুনের পর দেহ টুকরো করা হয়েছে। তার পর তা লোপাট করা হয়। তদন্তকারীদের অনুমান, বাগজোলা খালে ফেলা হতে পারে টুকরো। এর আগে আনোয়ারুলের দেহাংশের খোঁজে সাতুলিয়া ও কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালিয়েছিল সিআইডি-র বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও এখনও আনোয়ারুলের দেহাংশের খোঁজ পায়নি সিআইডি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File