Bangladesh | এনসিপি থেকে পদত্যাগ তাসনিম জারা-র! নির্দল প্রার্থী হিসেবে লড়বেন প্রভাবশালী নেত্রী

ঢাকা-৮ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন মহিলা নেত্রী তাসনিম জারা বলে জানা গিয়েছে।
নির্বাচনের প্রাক্কালে মৌলবাদী জামাত ইসলামির সঙ্গে জোট বাঁধার কথা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল এনসিপি। যদিও এই জোটের বিরোধিতায় সরব এনসিপির কেন্দ্রীয় কমিটির একাংশ। ঘোষিত আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে দল, দাবি দলীয় কর্মীদের। এবার সরাসরি দল থেকে পদত্যাগ করলেন এনসিপির প্রভাবশালী মহিলা নেত্রী তাসনিম জারা। এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে পোস্টে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ঢাকা ৯ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়তে চলেছেন তিনি।
