Bangladesh | চার্চ লক্ষ্য করে বোম ফেললো দুষ্কৃতীরা, রণক্ষেত্র বাংলাদেশের রাজধানী!

Sunday, November 9 2025, 4:40 pm
highlightKey Highlights

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, চার্চের গেট লক্ষ্য করে দু’টি ককটেল বোমা ছোড়া হয়।


ফের রণক্ষেত্র বাংলাদেশ। শুক্রবার গভীর রাতে রাজধানী ঢাকাতে বোমা নিক্ষেপের ঘটনায় কেউ হতাহত না হলেও অশান্ত হয়েছে এলাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, মোটরবাইকে করে এসে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে এদিন ঢাকার কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দু’টি ককটেল বোমা ছোড়ে। এর মধ্যে একটি বোমা ফাটে। অপরটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File