SAFF Women's Championship । মেয়েদের সাফ কাপে ভারতকে ৩:১ ব্যবধানে পরাজিত করলো বাংলাদেশ

Thursday, October 24 2024, 9:54 am
SAFF Women's Championship । মেয়েদের সাফ কাপে ভারতকে ৩:১ ব্যবধানে  পরাজিত করলো বাংলাদেশ
highlightKey Highlights

মেয়েদের সাফ কাপে ভারতকে পরাজিত করলো বাংলাদেশ।আবারও আরও একবার ৩ গোল হজম করতে হল আশালতাদের।


মেয়েদের সাফ কাপে ভারতকে পরাজিত করলো বাংলাদেশ। ৩:১ ব্যবধানে জয় বাংলাদেশের মেয়েদের। কাঠমান্ডুতে এদিনের ম্যাচে ১৮ মিনিটে প্রথম গোলটা পেয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৭ মিনিটে আরও একবার দুর্ভাগ্যের শিকার হয় ভারত, মণীষার ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে। ৪২ মিনিটে বাংলাদেশকে ৩:০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা। উল্লেখ্য, ২০২২ সালেও সাফ কাপের গ্ৰুপ পর্বের ম্যাচে ৩:০ ব্যবধানে বাংলাদেশের কাছে পরাজিত হতে হয়েছিল ভারতকে। আবারও আরও একবার ৩ গোল হজম করতে হল আশালতাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File