অন্যান্য

Bajaj CNG Bike । বিশ্বের প্রথম সিএনজি বাইক আনলো বাজাজ! ১২৫ সিসি- ৯.৫ হর্সপাওয়ার! ফুল ট্যাঙ্ক CNG ভরলে ৩০০ কিমি যাবে এই বাইক!

Bajaj CNG Bike । বিশ্বের প্রথম সিএনজি বাইক আনলো বাজাজ! ১২৫ সিসি- ৯.৫ হর্সপাওয়ার! ফুল ট্যাঙ্ক CNG ভরলে ৩০০ কিমি যাবে এই বাইক!
Key Highlights

বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ৷ ৫তারিখ, শুক্রবার দিল্লির একটি অটো শো-তে বাজাজ সিএনজি বাইক (Bajaj CNG Bike) লঞ্চ করলো। এই সিএনজি বাইক (CNG Bike) এর নাম রাখা হয়েছে ফ্রিডম 125। তবে সিএনজি-র পাশাপাশি এই বাইক পেট্রলেও চালানো যাবে৷ আপাতত ভারতে এই সিএনজি বাইক (CNG Bikes in India) নিয়ে আসা হবে।ভাল সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে বলেই সংস্থা সূত্রে খবর৷

বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ৷ ৫তারিখ, শুক্রবার দিল্লির একটি অটো শো-তে বাজাজ সিএনজি বাইক (Bajaj CNG Bike) লঞ্চ করলো। এই সিএনজি বাইক (CNG Bike) এর নাম রাখা হয়েছে ফ্রিডম 125। তবে সিএনজি-র পাশাপাশি এই বাইক পেট্রলেও চালানো যাবে৷ দেখে নেওয়া যাক এই বাইকের এই বৈশিষ্ট্য -

  • জানা গিয়েছে, বাজাজ সিএনজি বাইক (Bajaj CNG Bike) ফ্রিডম ১২৫- ১২৫ সিসি-র বাইক। এর দাম শুরু হয়েছে ৯৫,০০০ টাকা থেকে। 
  • বাইকের সিটের নীচে রয়েছে সিএনজি সিলিন্ডার। এতে ফুয়েল ট্যাংকও পাওয়া যাবে। ফিচার্স রয়েছে ঠাসা। ফুল ট্যাঙ্ক সিএনজি ভরলে ৩০০ কিলোমিটার যাবে এই বাইক৷
  • মোটরবাইকের হ্যান্ডেলেই একটি সুইচ থাকবে যা চাপলেই বাইক পেট্রল থেকে সিএনজি মোডে চলে যাবে৷ আবার ওই সুইচটি চাপলেই ফের সিএনজি মোডে চলবে বাইক৷ 
  • এই মোটরসাইকেলে পাবেন ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি পেট্রল এবং সিএনজি দুই জ্বালানিতেই দৌড়াতে পারে। সিএনজি সিলিন্ডার রয়েছে ঠিক সিটের নীচে। বাইকটি সর্বোচ্চ ৯.৫ হর্সপাওয়ার এবং ৯.৭ এনএম টর্ক তৈরি করতে পারে।
  • ফিচার্সের ক্ষেত্রে পাওয়া যাবে LED লাইটিং, রিভার্স LED ফিচার, ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকে ডিস্ক ও ড্রাম দু’ধরনের বিকল্পই রয়েছে। বাজাজ ফ্রিডম ১২৫ যে রঙগুলিতে পাবেন সেগুলি হল - ক্যারিবিয়ান ব্লু, পিউটারগ্রে/ব্ল্যাক, সাইবার হোয়াইট, এবনি ব্ল্যাক/গ্রে, রেসিং রেড, সাইবার হোয়াইট, পিউটার গ্রে/ইয়েলো, এবনি ব্ল্যাক/রেড।
  • বাজাজের এই সিএনজি বাইক (CNG Bike) এর আরও একটি বৈশিষ্ট্য হল এটির সিট অন্যান্য যে কোনও বাইকের থেকে লম্বা৷ ফলে পরিবার নিয়ে সফরের জন্য আদর্শ এই ফ্রিডম ১২৫৷

আপাতত ভারতে এই সিএনজি বাইক (CNG Bikes in India) নিয়ে আসা হবে।ভাল সাড়া পাওয়া গেলে ভারতের বাজারে সিএনজি চালিত আরও বাইকের মডেল নিয়ে আসা হবে বলেই সংস্থা সূত্রে খবর৷ ভারতের পাশাপাশি এই মোটরবাইক বিদেশেও রফতানি করার পরিকল্পনা রয়েছে বাজাজের৷ 


R G Kar | সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় রহস্য, উত্তরে 'প্রতারণা'র আভাস পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা
R G Kar | ২জন স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা, 'নেগোশিয়েশনের জায়গায় আমরা থাকব না, বললেন তারা
Weather WB | অতি গভীর নিম্নচাপের জেরে ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ কয়েক জেলায় ৩৫ কিমি বেগে উঠবে ঝড়
R G Kar | ওয়ার্কশপের নামে মর্গ থেকে দেহ ও দেহের অংশ বাইরে পাচার? ফের নেপথ্যে সন্দীপ ঘোষ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
Bangladesh-US | একাধিক খাতে উন্নয়নের জন্য ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশকে ২০ কোটি ডলারের আর্থিক সাহায্য আমেরিকার
R G Kar | আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে পারেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং
Zimbabwe | খাদ্য সংকটে ভুগছে জিম্বাবুয়ে, সংকট মেটাতে ২০০টি হাতি শিকারের সিদ্ধান্ত