Sikkim Bailey Bridge Collapsed । সিকিমে ভেঙে পড়লো কাটাও ও লাচুংয়ের মধ্যবর্তী বেইলি ব্রিজ
Saturday, January 4 2025, 1:24 pm
Key Highlightsসিকিমে আবারও দুর্ঘটনা ঘটল শনিবার। ভেঙে পড়ল লাচুং সেতু। এটি একটি বেইলি ব্রিজ। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কাটাও ও লাচুংয়ের মধ্যে।
একের পর এক প্রাকৃতিক দুর্ঘটনায় জেরবার সিকিম। শনিবার সিকিমে ভেঙে পড়লো বেইলি ব্রিজ। এর ফলে কাটাও ও লাচুংয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। স্থানীয় সূত্রে খবর, শনিবার লাচুং সেতু পার হতে গিয়ে একটি মালবাহী গাড়ির চালক দেখেন ব্রিজটা একদিকে কাত হয়ে যাচ্ছে। কোনোভাবে নিরাপদ স্থানে এসে চালক দেখতে পান সিমেন্টের পোল থেকে কয়েক ফুট নিচে ঝুলছে আস্ত ব্রিজ। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ প্রশাসন। পর্যটনের মরসুমে রাস্তা বন্ধ হওয়ায় ক্ষতির সম্ভাবনা ব্যবসায়ীরা।
- Related topics -
- দেশ
- সিকিম
- তুষারপাত
- প্রাকৃতিক দুর্যোগ

