লাইফস্টাইল

তাজ্জব ঘটনা! সংস্কৃত মন্ত্র পাঠ করে 'ইন্ডিয়া বুক'-এ নাম তুলল কেজি ওয়ানের ছাত্রী

তাজ্জব ঘটনা! সংস্কৃত মন্ত্র পাঠ করে 'ইন্ডিয়া বুক'-এ নাম তুলল কেজি ওয়ানের ছাত্রী
Key Highlights

মাত্র ২ মিনিটে হিন্দু শাস্ত্রের ১৩টি সংস্কৃত মন্ত্র পাঠ করে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-২০২১'-এ নাম নথিভুক্ত করে সকলকেই তাক লাগিয়ে দিয়েছে বহরমপুরের এই বালিকা।

ছোট্টো আরুহী সংস্কৃত মন্ত্র শুধুমাত্র মুখস্থ ই করেনি, রীতিমতো পুরোহিতের ঢঙে স্পষ্টভাবে গড়গড়িয়ে সেগুলি উচ্চারণ ও করে ফেলতে পারে সে। মেয়ের এই মেধাকে তুলে ধরতেই 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এর প্রতিযোগিতায় তাকে পাঠানোর বন্দোবস্ত করেন পাপান চন্দ্র ও সুতপাদেবী।

বহরমপুর জর্জ কোর্ট এলাকার বাসিন্দা পাপান চন্দ্র ও সুতপা চন্দ্রের একমাত্র কন্যা আরুহী চন্দ্র। একেবারে ছোট থেকেই নাচ ও গানে তুখোর আরুহী নিজের ফেসবুক প্রোফাইলে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সংস্কৃত মন্ত্র পাঠ করে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এ নাম তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে কেজি ওয়ানের ওই ছাত্রী।