২০২১ সালে প্রথম দিনে বিশ্বজুড়ে জন্মাল ৩.৭ লক্ষ শিশু, ভারতে ৬০ হাজার, জানাল ইউনিসেফ।
ইউনাইটেড নেশন চিলড্রেনস ফান্ড জানিয়েছে, ২০২১ সালের পয়লা জানুয়ারি গোটা বিশ্বে জন্ম নিয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪ জন শিশু। যার মধ্যে শুধু ৬০ হাজার শিশু জন্মাল ভারতে। যা বিশ্বের নবজাতকদের মোট সংখ্যার প্রায় ১৭ শতাংশ। ইউনিসেফের তথ্য জানাচ্ছে, ২০২১ সালে বিশ্বজুড়ে জন্মানোর কথা ১৪ কোটি নবজাতকের। তাদের গড় আয়ু হওয়ার কথা ৮৪ বছর। আর ভারতে জন্মানো শিশুদের ক্ষেত্রে গড় আয়ু হওয়ার কথা ৮০.৯ বছর।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউনাইটেড নেশন চিলড্রেনস ফান্ড
- সদ্যোজাত
- নিউ ইয়ার ২০২১