অযোধ্যা

Ayodhya Deepotsav | রামমন্দিরের দীপোৎসব পেল দুটি বিশ্ব রেকর্ডের কৃতিত্ব! অনুষ্ঠানে যোগ দিলেন ৩০ হাজার মানুষ

Ayodhya Deepotsav | রামমন্দিরের দীপোৎসব পেল দুটি বিশ্ব রেকর্ডের কৃতিত্ব! অনুষ্ঠানে যোগ দিলেন ৩০ হাজার মানুষ
Key Highlights

ভূত চতুর্দশীর দিন সেখানে আয়োজিত হয় দীপোৎসব। আর সেই দীপোৎসব দুটি বিশ্ব রেকর্ড হলো।

দীপাবলিতে নয়া কৃতিত্ব অর্জন অযোধ্যার রামমন্দিরের। ভূত চতুর্দশীর দিন সেখানে আয়োজিত হয় দীপোৎসব। আর সেই দীপোৎসব দুটি বিশ্ব রেকর্ড হলো। এরমধ্যে একটি হল, প্রায় ২৫ লাখের বেশি প্রদীপ জ্বালিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের। আরেকটি রেকর্ড হল প্রদীপ ‘রোটেশন’ করার প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক।উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরির পর এই প্রথম সেখানে দীপোৎসব পালিত হচ্ছে। এদিন বিশ্বের প্রায় ৩০ হাজার বাসিন্দা নানান প্রান্ত থেকে অযোধ্যায় আসেন। মুখ্যমন্ত্রী যোগী সহ মন্ত্রী, সাধু ও ভক্তরা রাম রথ টানেন।