Axar Patel | ক্যাচ ধরতে গিয়ে মাথা ঠুকে গেল মাঠে! ভারত-পাক মহারণে অনিশ্চিত অক্ষর প্যাটেল?

ক্যাচ ধরার পরে স্পষ্ট বোঝা যাচ্ছিল অস্বস্তিতে ছিলেন তিনি। মাঠ থেকে বেরিয়েও যান। ম্যাচে আর ফিল্ডিং করতে নামেননি তিনি
এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছেছে ভারত। রবিবার দুবাইতে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গতকাল ভারত বনাম ওমান ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে আচমকাই মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ফলে হাইভোল্টেজ ম্যাচের আগে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে। ওমানের ইনিংসের ১৫তম ওভারে হামাদ মির্জ়ার ক্যাচ ধরতে গিয়ে সজোরে মাথা ঠুকে মাটিতে পড়েন অক্ষর। তারপরই মাঠ থেকে বেরিয়ে যান। আর ফিল্ডিং করতে নামেননি তিনি। সূত্রের খবর, চোটের কারণে অক্ষর না নামতে পারলে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে।