রাজ্য

Digha Rail Resturant | ট্রেনের পুরোনো বগিতে রেল রেস্টুরেন্ট চালু দিঘা কতৃপক্ষের

Digha Rail Resturant | ট্রেনের পুরোনো বগিতে রেল রেস্টুরেন্ট চালু দিঘা কতৃপক্ষের
Key Highlights

বাঙালির সাধের দিঘায় এ বার নতুন সংযোজন। একটি ট্রেনের বগিতে তৈরি হয়েছে রেস্তোরাঁ।

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। তাঁর আগেই সংযোজন। সমুদ্র সৈকতে উদ্বোধন হলো অভিনব একটি রেস্তোরাঁর। রেলের জমিতে একটি রেলের কামরায় গড়ে উঠেছে এই রেস্টুরেন্ট। আদপে ট্রেনের বগি হলেও এর ভেতরে ঢুকলেই আপনারা নানা লোভনীয় পদের স্বাদ গ্রহণ করতে পারবেন। বুধবার উদ্বোধন হয়েছে এই রেস্তরাঁর। দিঘার স্টেশন ম্যানেজার সঞ্জীব বাবু বলেছেন, ‘পর্যটকদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটা দিঘার উন্নয়নের জন্য রেলের একটা প্রয়াস।'