Pat Cummins | দ্বিতীয়বার বাবা হলেন প্যাট কামিন্স! সন্তানের ছবি শেয়ার করলেন অজি ক্রিকেট অধিনায়ক

Saturday, February 8 2025, 3:21 pm
highlightKey Highlights

৮ ফেব্রুয়ারি কামিন্স এবং স্ত্রী রেবেকা স্বাগত জানালেন তাঁদের দ্বিতীয় সন্তানকে।


বাবা হলেন অজি ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্স! শনিবার, ৮ ফেব্রুয়ারি কামিন্স এবং স্ত্রী রেবেকা স্বাগত জানালেন তাঁদের দ্বিতীয় সন্তানকে। তারা সদ্যোজাত কন্যার নাম রেখেছেন এডিথ। ২০২১ সালে প্রথমবার বাবা হন কামিন্স। তাঁদের প্রথম সন্তান, পুত্র অ্যালবির জন্ম হয়। ছেলের পর এ বার মেয়ের বাবা হলেন। উল্লেখ্য, বর্ডার গাভাসকর ট্রফি খেলার পরেই ছুটি নিয়েছিলেন প্যাট কামিন্স। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও খেলেননি কামিন্স। অবশেষে অপেক্ষার অবসান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File