অন্যান্য

Saraswati Puja 2025 | সরস্বতী পুজোর দিন সন্তানের হাতেখড়ি দেবেন? জেনে নিন শুভ দিন ও সময়

Saraswati Puja 2025 | সরস্বতী পুজোর দিন সন্তানের হাতেখড়ি দেবেন? জেনে নিন শুভ দিন ও সময়
Key Highlights

২০২৫ সালে সরস্বতী পুজো রবিবার ও সোমবার দুদিন পড়েছে। ফলে যারা সন্তানের হাতেখড়ি দেবেন তারা তাহলে কোন দিন বেছে নেবেন?

২০২৫ সালে সরস্বতী পুজো রবিবার ও সোমবার দুদিন পড়েছে। ফলে যারা সন্তানের হাতেখড়ি দেবেন তারা তাহলে কোন দিন বেছে নেবেন? এবার সরস্বতী পুজোর পঞ্চমী তিথি আরম্ভ হচ্ছে ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ১৬ মিনিট থেকে। অমৃতযোগ সকাল ৭টা ৪ মিনিট থেকে ১০টা। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৬ মিনিট থেকে ১টা ৪০ মিনিট। পঞ্চমী তিথি শেষ হচ্ছে ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৬টা ৫৩ মিনিটে। অমৃতযোগ সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত। পুরো পঞ্চমী তিথি জুড়েই হাতেখড়ি দেওয়া গেলেও অমৃত এবং মাহেন্দ্রযোগ হাতেখড়ি দেওয়ার জন্য উপযুক্ত সময়।