Migrant Labourers | বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা, কড়া শাস্তির দাবিতে শাহকে চিঠি ইউসুফের

Friday, May 2 2025, 4:42 pm
highlightKey Highlights

ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, অত্যাচারের একাধিক অভিযোগ। এবার কেন্দ্রকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।


গতবছর থেকে ওড়িশার বিভিন্ন প্রান্তে কাজ করতে গিয়ে অত্যাচারের সম্মুখীন হচ্ছেন বাংলার শ্রমিকরা। শ্রমিকদের ওপর হামলা করা হচ্ছে, লুট করা হচ্ছে রোজগারের অর্থ, মোবাইল ফোন, ছিঁড়ে ফেলা হচ্ছে আধার কার্ড। অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই অত্যাচারের মাত্রা বেড়েছে। হামলাকারীদের শাস্তি দেওয়া, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখার অনুরোধ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। চিঠিতে ৪ দফা দাবি তুলে শাহকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন সাংসদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File