এটিএম না ভেঙেই কলকাতার ৩ এলাকায় মাত্র ৯ দিনে প্রায় ৪০ লক্ষ টাকা লুঠ
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsখাস কলকাতায় জালিয়াতি! উত্তর কলকাতার কাশীপুর, মধ্য কলকাতার নিউমার্কেট ও দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার মোট ৩টি এটিএম কাউন্টার থেকে মাত্র ৯ দিনে প্রায় ৪০ লক্ষ টাকা লুঠ করা হয়। জানা গিয়েছে, নিউমার্কেটের এটিএম থেকে ১৮ লক্ষ ৮০ হাজার টাকা, যাদবপুরের এটিএমটি থেকে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা ও কাশীপুরের এটিএম থেকে প্রায় ৭ লক্ষ টাকা জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে। সব চাইতে আশ্চর্যকর বিষয় হলো এই তিনটি এটিএমই না ভেঙে একটি যন্ত্রের সাহায্য নিয়ে টাকা গুলো তুলেছে জালিয়াতরা। এই ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দারা।
- Related topics -
- ক্রাইম
- লালবাজার গোয়েন্দাবিভাগ
- জালিয়াতি
- শহর কলকাতা

