‘আত্মনির্ভর ভারত’, প্রতিরক্ষার ক্ষেত্রে এবার ২৯,০০০ কোটির দেশীয় অস্ত্র কিনতে বরাদ্দ করা হল

Wednesday, July 27 2022, 1:45 pm
highlightKey Highlights

ভারতে তৈরী অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনবার সিদ্ধান্ত নিল রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’।


এ বার দেশে তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার দিকে জোর দিল নরেন্দ্র মোদী সরকার। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ ভারতে তৈরী প্রায় ২৯ হাজার কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ভারতের এক ‘বড় পদক্ষেপ’

প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী (সিসিএস)-র সিদ্ধান্ত মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার কয়েক বছর পরেই অস্ত্র ও সামরিক সরঞ্জামের সংস্থানে ভারতের পুরনো নীতি বদলে দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। কয়েক মাস আগে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, সেই উদ্দেশ্য অনেকটাই পূরণ হয়েছে। জানানো হয়েছিল, ২০২১-’২২ অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বাজেট বরাদ্দের মোট ৬৪ শতাংশ অভ্যন্তরীণ উৎপাদন ক্ষেত্রে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে গিয়ে ব্যয় হয়েছে ৬৫.৫ শতাংশ।

ওই অর্থবর্ষে অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য বরাদ্দের ৯৯.৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। পাশাপাশি, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে কাটছাঁট করতে কয়েক বছর আগেই সক্রিয় হয়েছিল মোদী সরকার। ‘অস্ত্র আমদানিকারক দেশ’ থেকে ভারতকে ‘অস্ত্র রফতানিকারক দেশ’-এ পরিণত করার উদ্দেশ্যে বিদেশ থেকে অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File