খেলাধুলা

Inter miami vs Atlanta united । MLSএ দাপুটে খেল দেখালো আটলান্টা, স্বপ্নভঙ্গ মেসির

Inter miami vs Atlanta united । MLSএ দাপুটে খেল দেখালো আটলান্টা, স্বপ্নভঙ্গ মেসির
Key Highlights

MLS প্লে অফের সেমিফাইনালে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩:২ গোলে হারলো মেসির দল ইন্টার মিয়ামি।

MLS প্লে অফের সেমিফাইনাল থেকে ছিটকে গেলো মেসির দল ইন্টার মিয়ামি। এদিন আটলান্টা ইউনাইটেডের কাছে ৩:২ গোলে হারলো তাঁরা। ম্যাচের সতেরো মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মিয়ামির মাতিয়াস রোজাস। কিন্তু ১২০ সেকেণ্ডের মাথায় গোলটি শোধ করেন আটলান্টার জামাল থিয়েরে। দু মিনিটের মাথায় ফের আটলান্টার হয়ে গোল করেন থিয়েরে। এদিনকার ম্যাচে মোট সাতটি গোলের সুযোগ তৈরী করে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা মেসি । তবে শেষরক্ষা হলো না।