Vikrant Massey | ৩৭ বছর বয়সেই 'বিদায়'! অভিনয় থেকে 'অবসর' ঘোষণা জাতীয় পুরস্কার প্রাপ্ত বিক্রান্ত মাসের
Monday, December 2 2024, 6:26 am
Key Highlightsমাত্র ৩৭ বছর বয়সেই অভিনয় থেকে 'অবসর' ঘোষণা করলেন বিক্রান্ত মাসে।
মাত্র ৩৭ বছর বয়সেই অভিনয় থেকে 'অবসর' ঘোষণা করলেন বিক্রান্ত মাসে। এদিন বিক্রান্ত ইনস্টাতে পোস্ট করে লেখেন, 'নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও।' বিক্রান্ত মাসে ‘টুয়েলভথ ফেল’ দিয়ে বক্স অফিস জয় করেছিলেন। তাঁর অসাধারণ অভিনয়ের জন্য ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছেন ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব। পেয়েছেন জাতীয় পুরস্কারও। স্বাভাবিকভাবেই তাঁর অভিনয় থেকে অবসর ঘোষণা করায় মনখারাপ ভক্তদের।

