SSKM | SSKM-এ শিশু চিকিৎসক সেজে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার প্রাক্তন কর্মী

Saturday, October 25 2025, 2:36 am
SSKM | SSKM-এ শিশু চিকিৎসক সেজে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার প্রাক্তন কর্মী
highlightKey Highlights

চিকিৎসায় সাহায্য করার পরিবর্তে শৌচালয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার গুরুতর অভিযোগ ওঠায় অভিযুক্তের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করা হয়েছে।


এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা এক হাসপাতাল কর্মীর। বুধবার ওই নাবালিকা পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালের OPD টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল। জানা গিয়েছে, অভিযুক্ত অমিত মল্লিক এদিন নিজেকে শিশু চিকিৎসক বলে পরিচয় দিয়ে টিকিটের ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দেয়। এরপর নাবালিকাকে হাসপাতালেরই একটি শৌচাগারে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে সে। অভিযোগ পেতেই দ্রুত অমিতকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, পকসো অ্যাক্টে (৪ নম্বর) মামলা দায়ের হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File