Kasba Rape Case | মারপিট-গোলমাল-শ্লীলতাহানি সহ অন্তত ১২টি মামলায় অভিযুক্ত মনোজিৎ! ‘গেট প্যাটার্ন’ পরীক্ষা চায় পুলিশ

কসবায় আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে রয়েছে আরও অন্তত বারোটি মামলা।
কসবা গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মঙ্গলবার আলিপুর আদালতে মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে মারপিট, শ্লীলতাহানি সহ মোট ১২টি মামলা রয়েছে। ২০২৩ সাল থেকে হওয়া মামলাগুলিতে পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি জেনে ক্ষুদ্ধ বিচারপতি। অভিযুক্তদের পক্ষের আইনজীবীর দাবি, মনোজিৎ রাজনীতির শিকার। বুধবার অভিযুক্তদের ‘গেট প্যাটার্ন’ পরীক্ষা করা হবে। ‘গেট প্যাটার্ন’ পরীক্ষার মাধ্যমেই সিসিটিভি ফুটেজের সাথে অভিযুক্তদের হাঁটাচলা মেলানো হবে।