Yemen Boat Sink | ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে মৃত্যু অন্তত ৪৯ জনের! যার মধ্যে ৩১ জন মহিলা ও ৬ শিশু!

Wednesday, June 12 2024, 8:51 am
highlightKey Highlights

সোমবার ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জনের। যার মধ্যে রয়েছেন ৩১ জন মহিলা ও ৬ শিশু। নিখোঁজ প্রায় ১৪০ জন।


সোমবার ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জনের। যার মধ্যে রয়েছেন ৩১ জন মহিলা ও ৬ শিশু। নিখোঁজ প্রায় ১৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে,এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁরা প্রত্যেকেই অভিবাসী| আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, সোমবার, হর্ন অফ আফ্রিকা থেকে নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৬০ জন ছিল। যাঁদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File