Hathras । উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃত অন্তত ২৭! আহত প্রায় ১০০! মহিলা ও শিশুরাই বেশি দুর্ঘটনার শিকার বলে আশঙ্কা! দেখুন ভিডিও!

Tuesday, July 2 2024, 11:44 am
highlightKey Highlights

উত্তর প্রদেশের হাথরাস জেলায় এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত অন্তত ২০ জন! আহত ১০০ জনের বেশি।


উত্তর প্রদেশের হাথরাস জেলায় এক ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত অন্তত ২০ জন!  আহত ১০০ জনের বেশি। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, ২৭ টিরও বেশি মৃতদেহ ইটাহ জেলা হাসপাতালে পৌঁছেছে। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল  বলেন, 'এটাহ ও হাথরাস জেলার সীমান্তে এটা ছিল ভোলে বাবা নামে এক ধর্ম প্রচারকের সৎসঙ্গ সভা।' অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File