Guinea | গিনিতে ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্ত ঘিরে অশান্তি! মৃত্যু অন্তত ১০০ দর্শকের

Monday, December 2 2024, 4:57 am
highlightKey Highlights

ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অশান্তি সংঘর্ষের জেরে মৃত্যু কমপক্ষে ১০০ দর্শকের!


ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অশান্তি সংঘর্ষের জেরে মৃত্যু কমপক্ষে ১০০ দর্শকের! পশ্চিম আফ্রিকার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে গিনির সামরিক নেতা তথা প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। রবিবার সেই টুর্নামেন্ট চলাকালীন একটি বিতর্কিত সিদ্ধান্ত নেন রেফারি। এরপর রেফারির সিদ্ধান্ত ঘিরে অশান্তি শুরু হয় দুই দলের সমর্থকদের মধ্যে। দুপক্ষের সংঘাতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File