রাজ্য

IIT Kharagpur | আইআইটি খড়্গপুরে ১ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ৭ মাসে ৪ পড়ুয়া মৃত্যুতে ঘনাচ্ছে সন্দেহ!

IIT Kharagpur | আইআইটি খড়্গপুরে ১ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ৭ মাসে ৪ পড়ুয়া মৃত্যুতে ঘনাচ্ছে সন্দেহ!
Key Highlights

আইআইটি খড়্গপুরে আরও এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। চলতি বছরে এই নিয়ে আইআইটি খড়্গপুরে চার ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল।

ফের আরও এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে। মৃত ছাত্র রিতম মণ্ডল (২১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া। ক্যাম্পাসে রাজেন্দ্র প্রসাদ হলের ২০৩ নম্বর রুমে তিনি থাকতেন। জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে এগারোটা বেজে গেলে রুমের দরজা না খোলায় আইআইটি কর্তৃপক্ষ হিজলি ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে ঘর থেকে সিলিং ফ্যানে ঝোলানো ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। পরিবার জানিয়েছে, রিতম মেধাবী ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ।