Assam | পিকনিকে এসে জলপ্রপাতে পড়ে গেলেন NIT পড়ুয়ারা! নিখোঁজ ৩ পড়ুয়া, উদ্ধার ১ মৃতদেহ

Sunday, November 9 2025, 3:42 am
highlightKey Highlights

অনেক খোঁজাখুঁজির পর জলপ্রপাত থেকে (NIT)-এর পড়ুয়া সর্বকৃতিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


সূত্রের খবর, এদিন অসমের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) এর ৭ পড়ুয়া ডিমা হাসাও জেলার বুলসোল ফলসের কাছে পিকনিক করতে গিয়েছিলেন। আচমকা জলে পড়ে যান এক পড়ুয়ারা। তাঁকে বাঁচাতে জলে লাফ দেয় আরও ২ পড়ুয়া। খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছোয় পুলিশ ও NDRF-এর দল। পুলিশ সূত্রে খবর, জলপ্রপাত থেকে এক পড়ুয়া সর্বকৃতিকার (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তাঁর দুই সহপাঠী, ১৯ বছরের রাধিকা ও ২০ বছরের সৌহার্দ রাই। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File