Asam । করিমগঞ্জ পাল্টে শ্রীভূমি! আস্ত স্টেশনের নামটাই বদলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী

Thursday, November 21 2024, 4:00 am
highlightKey Highlights

বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জের নাম বদলে "শ্রীভূমি" রাখলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কবিগুরুকে শ্রদ্ধা জানাতেই তাঁর এই উদ্যোগ, জানান মুখ্যমন্ত্রী।


বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক জায়গায় নাম বদল হয়েছে। এবার বাংলাদেশ সীমান্তবর্তী করিমগঞ্জের নাম বদলে "শ্রীভূমি"  রাখলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, এক শতাব্দী আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের করিমগঞ্জের নাম দিয়েছিলেন শ্রীভূমি অর্থাৎ মা লক্ষীর ভূমি। কবিগুরুকে শ্রদ্ধা জানাতেই তাঁর এই উদ্যোগ, জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, দেশভাগের পর সিলেটের বরাক উপত্যকার ৩টি জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় ভারতের আসাম রাজ্যে যুক্ত হয়েছিল। মূলত বাংলাভাষীরাই বাস করেন এখানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File