Asaram Bapu | নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু আসারাম বাপুকে জামিন হাইকোর্টের, দেওয়া হয়েছিল আমৃত্যু কারাবাসের সাজা
Thursday, November 6 2025, 4:15 pm
Key Highlightsযাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দিল গুজরাট হাই কোর্ট।
২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল স্বঘোষিত ধর্মগুরু আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৪২, ৩৫৪এ, ৩৭০ (৪), ৩৭৬, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয় স্বঘোষিত এই ধর্মগুরুকে। এদিন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে জামিন দিল গুজরাট হাই কোর্ট। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ক্রাইম
- জামিন
- গুজরাট
- গুজরাট হাইকোর্ট
- গুজরাট পুলিশ

