শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল দিলীপ কুমারের, ফুসফুস বিশেষজ্ঞ ডা. জালিল পার্কারের অধীনে আছেন তিনি
Monday, June 7 2021, 10:18 am
Key Highlightsগত রবিবার সকাল ৮.৩০ নাগাদ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। পরীক্ষা নিরীক্ষার দ্বারা জানা যাচ্ছে তাঁর ফুসফুসে জল জমেছে, এবং শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রাও বেশ কিছুটা কম। তাই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে অভিনেতাকে। তবে বর্তমানে অবস্থা আগের তুলনায় স্থিতিশীল, অনেকটাই ভালো আছেন এই প্রবীন অভিনেতা। জানা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই বাড়ি যেতে পারবেন তিনি।
-  Related topics - 
 - সেলিব্রিটি
 - বলিউড
 - দিলীপ কুমার
 - অসুস্থ
 - হিন্দুজা হাসপাতাল
 

 