মাদক-কাণ্ডে জড়িত তারকা পুত্র আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে বিতণ্ডা দুই আইনজীবীর
Friday, October 8 2021, 6:03 am
Key Highlightsশাহরুখ পুত্র আরিয়ান খানকে যে হোয়াটসঅ্যাপ কথোপকথনের জেরে গ্রেফতার করা হয়েছে, তা নেহাতই ‘নির্দোষ’ ফুটবল নিয়ে ছিল বলে দাবি করলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। সরকারি আইনজীবী অনিল সিংহকে তিনি গত বৃহস্পতিবার এপ্রসঙ্গে বললেন, ‘‘আরিয়ান ফুটবল নিয়ে কথা বলেছে। মাদক নয়। আপনি কি বলতে চান, আমি যদি চ্যাটে ফুটবল নিয়ে কথা বলি, তবে আমাকেও গ্রেফতার করা হবে?’’ এরপরই দু’পক্ষের আইনজীবীর মধ্যে বিতণ্ডা সৃষ্টি হয়।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- আরিয়ান খান
- মাদক কাণ্ড

