ভারতীয় রেল

Train Accident | আগরতলার কাছে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস! লাইনচ্যুত ট্রেনের প্রায় আটটি বগি

Train Accident | আগরতলার কাছে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস! লাইনচ্যুত ট্রেনের প্রায় আটটি বগি
Key Highlights

আগরতলায় লোকমান্য-তিলক এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ।

ফের রেল দুর্ঘটনা! বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলার কাছে লাইনচ্যুত হয়ে যায় লোকমান্য তিলক এক্সপ্রেসের প্রায় আটটি বগি। সূত্রের খবর, দুপুর ৩টে ৫৫ মিনিটে লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় সেই ট্রেন। যদিও এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি রেলের তরফ থেকে। তবে লুমডিং বদরপুর লাইনে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে হেল্পলাইন নম্বর ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬ চালু করা হয়েছে।