Arijit Singh vs AI । 'চুরি' হচ্ছে কণ্ঠস্বর! আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং

Friday, August 2 2024, 4:05 am
highlightKey Highlights

আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে ছবি নকল করার পর এবার নকল হচ্ছে কণ্ঠস্বরও। তবে এই নিয়ে এবার আইনি পদক্ষেপ নিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।


আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে ছবি নকল করার পর এবার নকল হচ্ছে কণ্ঠস্বরও। তবে এই নিয়ে এবার আইনি পদক্ষেপ নিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। জোচ্চুরি থেকে নিজের আওয়াজকে বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরিজিৎ। এরপর অরিজিৎ-র করা এই পিটিশনের শুনানিতে বিচারপতি রিয়াজ চাগলা বলেন, বাণিজ্যিক স্বার্থে একজন সেলেব্রিটির ব্যক্তিত্বকে নষ্ট করা যায় না। অর্থাৎ AI টেকনোলজি ব্যবহার করে অরিজিৎ-র কণ্ঠ-সহ কোনও কিছুই কোনও অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন-সহ কোনও ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File