Arijit Singh | মঞ্চে উড়ে এলো হুডি, টাকা, গায়কের ছবি! হাসি মুখে সই করে দর্শকদের ফেরালেন মাটির মানুষ অরিজিৎ সিং

Thursday, December 26 2024, 1:34 pm
highlightKey Highlights

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের মনে গান গাইছিলেন অরিজিৎ, কিন্তু হঠাৎই মঞ্চে উড়ে এল ভক্তের হুডি, টাকা!


অরিজিৎ সিং যে অন্যান্য সেলিব্রিটিদের থেকে আলাদা তার বারবারই প্রমাণ মেলে তাঁর নম্র, ভদ্র, মাটির মানুষের মতো আচরণ দ্বারা। সম্প্রতি বেঙ্গালুরুতেও দেখা গেল গায়কের সেই রূপ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের মনে গান গাইছিলেন অরিজিৎ, কিন্তু হঠাৎই মঞ্চে উড়ে এল ভক্তের হুডি, টাকা! আবার কেউ ছুড়লেন গায়কের ছবি। দর্শকদের এই কান্ড দেখ অনেকেই ছিঃ ছিঃ করেন। কিন্তু এত কিছুর পরেও গায়কের মুখে ফুটে থাকে হাসি! শান্তভাবে মঞ্চ থেকে হুডি, কুড়িয়ে, নিজের ছবিতে সই করে ফিরিয়ে দিলেন শ্রোতাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File