Arijit Singh | ‘ইতি টানছি..!’ প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং!
Tuesday, January 27 2026, 3:36 pm

Key Highlightsপ্লে ব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করলেন ভারতীয় সংগীত জগতের অবিসংবাদিত সম্রাট অরিজিৎ সিং।
ভারতের সঙ্গীত জগতে বড় ধাক্কা। প্লে ব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করলেন ভারতীয় সংগীত জগতের অবিসংবাদিত সম্রাট অরিজিৎ সিং।অর্থাৎ, সিনেমার পর্দায় তাঁর সেই জাদুকরী কণ্ঠ হয়তো আর নতুন করে শোনা যাবে না। অরিজিৎ তাঁর পোস্টে লেখেন, "সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। শ্রোতা হিসেবে আপনারা আমাকে গত কয়েক বছরে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো নতুন অ্যাসাইনমেন্ট নেব না। আমি এখানেই ইতি টানছি। সফরটা সত্যিই দুর্দান্ত ছিল।"
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- অরিজিৎ সিং
- গায়ক
- সেলিব্রিটি
- ভাইরাল


