Paris Olympics 2024 । অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স
অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স।
অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স। নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ফ্রান্স গ্রুপ এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে আর্জেন্টিনা ২-০ গোলে ইউক্রেনকে হারিয়ে বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে। উল্লেখ্য, বিশ্বজয়ের পরে কোপা আমেরিকাও জিতেছে আর্জেন্টিনা। এদিকে ২০০৮ সালে শেষ বার অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল আর্জেন্টিনা। তবে ২০২৪ এর অলিম্পিকে কী হবে সেই দিকেই মুখিয়ে ফুটবলপ্রেমীরা।