খেলাধুলা

FIFA Rankings | ২০২৪ সালের ১ নম্বর দল মেসির আর্জেন্টিনা! ফিফার ক্রমতালিকায় কোন দল পেল কোন স্থান?

FIFA Rankings | ২০২৪ সালের ১ নম্বর দল মেসির আর্জেন্টিনা! ফিফার ক্রমতালিকায় কোন দল পেল কোন স্থান?
Key Highlights

২০২৪ সালের ফিফার এক নম্বর দল হিসেবে স্থান পেল লিওনেল মেসির আর্জেন্টিনা।

২০২৪ সালের ফিফার এক নম্বর দল হিসেবে স্থান পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। এই নিয়ে টানা দুইবার ফিফার ১ নম্বর দল হিসেবে বছর শেষ করছে ২০২২ এর বিশ্বচ্যাম্পিয়ন দল। ফিফার প্রকাশিত ক্রমতালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে কিলিয়ান এমবাপেদের ফ্রান্স। ইউরো কাপজয়ী স্পেন রয়েছে তালিকায় তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড, পঞ্চম স্থানে রয়েছে ভিনিসিয়াস জুনিয়রদের ব্রাজিল। পর্তুগাল রয়েছে ৬ নম্বর স্থানে। এরপর সাতে নেদারল্যান্ডস, আটে বেলজিয়াম, নয়ে ইতালি, দশম স্থানে রয়েছে জার্মানি।