শ্রীলঙ্কান ক্রিকেটারদের উদ্দেশ্যে ডি'সিলভার কড়া বার্তা, 'অভিযোগ বন্ধ করে খেলায় মন দাও’
Friday, May 28 2021, 12:15 pm
Key Highlightsশ্রীলঙ্কান ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হলেন ক্রিকেট কমিটির সভাপতি অরবিন্দ ডি'সিলভা। লজ্জাজনক হার মিলেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই। চুক্তির ব্যাপারে কথা বলতে গিয়ে ডি'সিলভা জানান যে, 'সঠিক মূল্যায়ণ করতে বোর্ড একদম ঠিকঠাক চুক্তিই ক্রিকেটারদের সামনে পেশ করেছে। ‘ এছাড়াও তিনি আরো দাবি করেন যে, ‘পারফর্ম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের আগের থেকে অনেক বেশি বোনাস দেওয়ার অঙ্গীকার করেছে কমিটি, যা আমার মতে একদম সঠিক সিদ্ধান্ত। ভালভাবে আলাপ আলোচনার পরই আগের থেকে দলের পারফর্ম্যান্সের ভিত্তিতে প্রায় তিনগুন অধিক বোনাস বোনাস দেওয়া হচ্ছে এই চুক্তিতে।’