Bhangarh । তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তুলকালাম, নিজের গড়ে আক্রান্ত আরাবুল ইসলাম

Wednesday, January 1 2025, 7:22 am
highlightKey Highlights

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলেরই শওকত মোল্লা গোষ্ঠীর বিরুদ্ধে।


আজ, বুধবার ১ জানুয়ারি গোটা রাজ্যে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলন করছিলেন দলের নেতা কর্মীরা। এদিন সকালে হাতিশালা লাগোয়া ওয়াড়ি গ্রামে দলীয় পতাকা উত্তোলন করেন ভাঙড় ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। এরপরই সেখানে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, শওকত মোল্লার কর্মীরা আরাবুল ও তাঁর অনুগামীদের ওপর বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে হামলা চালায়। আরাবুলকে লক্ষ্য করে ছোড়া হয় ইঁট পাথর। অনুগামীরা কোনওক্রমে আরাবুলকে গাড়িতে তুলে এলাকা থেকে বের করে দেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File