দেশ

UPSC: সেনা কর্তা বাবার মেয়ে অপালা ইউপিএসসি-র ইন্টারভিউয়ে নয়া নজির গড়লেন

UPSC: সেনা কর্তা বাবার মেয়ে অপালা ইউপিএসসি-র ইন্টারভিউয়ে নয়া নজির গড়লেন
Key Highlights

ইউপিএসসি হল দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। তৃতীয়বারের চেষ্টায় ইউপিএসসি পাশ করেছেন উত্তরপ্রদেশের অপালা মিশ্র। গোটা দেশে লিখিত পরীক্ষায় নবম স্থান অধিকার করলেও টানা ৪০ মিনিটের ইন্টারভিউয়ে ২১৫ নম্বর পেয়ে রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। গত বছরের ইউপিএসসি-র ইন্টারভিউয়ে এক পরীক্ষার্থী রেকর্ড ২১২ নম্বর পেয়েছিলেন। অপালা জানিয়েছেন, তার বাবা একজন সেনা আধিকারিক এবং দাদা ভারতীয় সেনার মেজর পদে রয়েছেন। তাদের কাছ থেকে তিনি শিখেছেন কঠিন মুহূর্তেও কী ভাবে স্থির ও শক্ত থাকতে হয়। সব মিলিয়ে ইউপিএসসি-তে নয়া নজির গড়লেন তিনি।