ফ্যাশন ম্যাগাজিনের কভারে নজর কাড়ল উন্মুক্ত বেবি বাম্পসহ অনুষ্কার লুক।
Thursday, December 31 2020, 10:05 am
 Key Highlights
Key Highlightsআগামী জানুয়ারিতেই কোহলি পরিবারে আসছে নতুন অতিথি। তবে তার আগে চুটিয়ে কাজ করছেন বলিউড অভিনেত্রী। এবার বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন Vogue-এর কভার পেজে নজর কাড়লেন অনুষ্কা শর্মা। সাদা টি-শার্টের একটা বোতাম আটকানো আর উন্মুক্ত বেবি বাম্প। অনুষ্কা বেবি বাম্পের ছবি এর আগেও পোস্ট করেছেন। বিরাট কোহলি কীভাবে তাঁকে এই অবস্থায় শীর্ষাসনে সাহায্য করেন, সে ছবিও পোস্ট করেছিলেন অনুষ্কা। সেখানেও স্পষ্ট ছিল তাঁর বেবি বাম্প। তবে কভারের ছবি একেবারে গ্রেসফুল মডেলের লুকে তিনি। একটি ছবিতে আবার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লং কোট এবং ব্রা ও পাজামায় আবার একটিতে শ্যাওলা রঙের মিনি ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে।
-  Related topics - 
- সেলিব্রিটি
- বলিউড
- অনুষ্কা শর্মা
- ফ্যাশন ম্যাগাজিন

 
 