Antibiotic | বাড়ছে ব্যাকটেরিয়াদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা! রক্তে সংক্রমণ, নিউমোনিয়া এবং টাইফয়েডের ক্ষেত্রে কাজ করছে না ওষুধ
মূত্রনালির সংক্রমণ, রক্তে সংক্রমণ, নিউমোনিয়া এবং টাইফয়েডের মতো রোগের ক্ষেত্রে সাধারণ কার্যকরী হচ্ছে না অ্যান্টিবায়োটিক।
মূত্রনালির সংক্রমণ, রক্তে সংক্রমণ, নিউমোনিয়া এবং টাইফয়েডের মতো রোগের ক্ষেত্রে সাধারণ কার্যকরী হচ্ছে না অ্যান্টিবায়োটিক। সম্প্রতি, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্স সার্ভেল্যান্স নেটওয়ার্ক একটি বার্ষিক রিপোর্ট পেশ করেছে। তাতে বলা হয়েছে, নিউমোনিয়া, সেপসিস, ফুসফুসের সংক্রমণ এবং ডায়ারিয়ার মতো রোগের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না চেনা অ্যান্টিবায়োটিক। কারণ ব্যাকটেরিয়াদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সেফোট্যাক্সিম, সেফ্টাজ়িডাইন, সিপ্রোফ্লোক্সাসিন এবং লেভোফ্লোক্সাসিন অ্যান্টিবায়োটিকগুলি মূলত ২০ শতাংশ কার্যকরী ক্ষমতা হারাচ্ছে বলে পরীক্ষায় ইঙ্গিত মিলেছে।