Aparajita Anti Rape Bill | বিধানসভার বিশেষ অধিবেশনে ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা নারী ও শিশু বিলে’র খসড়া বন্টন

Monday, September 2 2024, 9:31 am
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ সরকার ধর্ষণের ক্ষেত্রে কঠোর শাস্তির জন্য ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ আনছে, তদন্ত ২১ দিনে সম্পন্ন হবে।


ধর্ষণের ঘটনায় কঠোরতম সাজা দিতে পূর্বঘোষণামতো বিধানসভার বিশেষ অধিবেশনে বিলের খসড়া দেওয়া হলো বিধায়কদের। আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসককে সম্মান জানিয়ে এই বিলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা নারী ও শিশু বিল’। মঙ্গলবার বিলটি পেশ হওয়ার কথা বিধানসভায়। নতুন বিলে মহিলা, শিশুদের সুরক্ষায় তৈরি হবে ‘অপরাজিতা টাস্ক ফোর্স’। এর নেতৃত্বে থাকবেন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। নির্যাতিতার পরিচয় প্রকাশ করলে ৩ থেকে ৫ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে নতুন বিলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File