Philadelphia Plane Crash | ফের বিমান দুর্ঘটনা মার্কিন রাজ্যে, ফিলাডেলফিয়ায় দুই আরোহী সহ ভেঙে পড়লো আস্ত বিমান
Saturday, February 1 2025, 5:11 am

আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফের দুর্ঘটনার কবলে মার্কিনি বিমান। এবার কান্ড ফিলাডেলফিয়ায়। রিপোর্ট অনুযায়ী, এদিন স্থানীয় এয়ারপোর্ট থেকে একটি ছোট বিমান সন্ধ্যা ৬টা ৬ মিনিটে টেক অফ করার ৩০ সেকেন্ড পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। রুজভেল্ট মলের বিপরীতে উত্তর পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে কমপক্ষে দু'জন আরোহী নিয়ে বিমানটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে অনুমান। এর জেরে রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- বিমান স্ট্রাক
- বিমান দুর্ঘটনা
- আমেরিকা