নতুন বছরেই আতঙ্ক ছড়াচ্ছে পর্যটকদের মধ্যে, আবারও আগুনের গ্রাসে শুশুনিয়া।

Saturday, January 2 2021, 1:13 pm
highlightKey Highlights

দীর্ঘ লকডাউনের সময় পেরিয়ে মানুষের আনাগোনা শুরু হয়েছে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। শুক্রবার রাতে হঠাৎ পাহাড়ের উপরে জঙ্গল থেকে আগুনের শিখা দেখা যায়। আর দেখা যাচ্ছে আকাশের দিকে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলী। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে বাঁকুড়া জেলার বনবিভাগ পরিস্থিতি সরেজমিনে তদন্ত করতে শুরু করেছেন। তবে আগুন ঠিক কোন জায়গা থেকে দেখা গিয়েছিল, সেটা চিহ্নিত করা না যাওয়ায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। অবশ্য এবারের আগুন এখনও তেমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অরণ্য ও প্রাণীজগতের বড়ো কোনো ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করছেন বনবিভাগের কর্তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File