Mahakumbh Mela Fire | মহাকুম্ভে ফের আগুন! দাউ দাউ করে জ্বলে উঠলো একাধিক ক্যাম্প!

Friday, February 7 2025, 6:16 am
highlightKey Highlights

শুক্রবার যমুনাপুরম সেক্টরে আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলতে শুরু করে একাধিক ক্যাম্প।


ফের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় দুর্ঘটনা! জানা গিয়েছে, শুক্রবার যমুনাপুরম সেক্টরে আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলতে শুরু করে একাধিক ক্যাম্প। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় অগ্নি নির্বাপণের চেষ্টা। দ্রুত আগুন নেভানোর কাজে নামে পুলিশ, নিরাপত্তা কর্মীও। শেষ পর্যন্ত জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। উল্লেখ্য, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ এখনও কাটেনি। তারই মধ্যে বারবার আগুন লাগছে মহাকুম্ভের নানান জায়গায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File