Manipur | আরও ৫ হাজার CRPF মোতায়েন উত্তপ্ত মণিপুরে! ‘অল আউট অ্যাকশন’ মোডে কেন্দ্র সরকার
Monday, November 18 2024, 6:20 pm
Key Highlights
মণিপুরে ৫০ কোম্পানি CRPF মোতায়েন, ২৪ ঘণ্টা অভিযান, আফস্পা লাগু, ইন্টারনেট বন্ধ, হিংসায় ২০ জনের মৃত্যু।
মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে আরও ৫০ কোম্পানি সিআরপিএফ জওয়ান পাঠাচ্ছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, কেন্দ্রের তরফে আধাসেনাকে নির্দেশ দেওয়া হয়েছে অল আউট অভিযানে নামার। অর্থাৎ যে সব বিদ্রোহীরা এখানে সক্রিয় তাঁদের প্রত্যেককে আটক করার এমনকি প্রয়োজনে নিকেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগেই ২০ কোম্পানি আধাসেনা আগেই মোতায়েন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক এবার আরও ৫০ কোম্পানি আধাসেনা অর্থাৎ ৫ হাজার সিআরপিএফ মোতায়েন করা হল এই রাজ্যে। সব মিলিয়ে বর্তমানে মণিপুরে আধাসেনার দাঁড়াল পরিমাণ প্রায় এক লক্ষ।
- Related topics -
- মনিপুর
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- সিআরপিএফ
- কেন্দ্রীয় সরকার