Bangladesh Navy Missile Launch । বঙ্গোপসাগরে বার্ষিক মহড়া, রণতরী থেকে মিসাইল লঞ্চ করলো বাংলাদেশের নৌবাহিনী

Thursday, January 30 2025, 4:28 am
Bangladesh Navy Missile Launch । বঙ্গোপসাগরে বার্ষিক মহড়া, রণতরী থেকে মিসাইল লঞ্চ করলো বাংলাদেশের নৌবাহিনী
highlightKey Highlights

বঙ্গোপসাগরে বার্ষিক মহড়া সম্পন্ন করল বাংলাদেশ নৌবাহিনী। এই 'এক্সারসাইজ সেফ গার্ড' সম্পন্ন হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেণের অনুশীলনের মাধ্যমে।


বঙ্গোপসাগরে 'এক্সারসাইজ সেফ গার্ড' এর বার্ষিক মহড়া সম্পন্ন করল বাংলাদেশ নৌবাহিনী। এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ধরনের জলযান, সেনা এবং বিমানবাহিনীও অংশ নিয়েছিল। এই তিন বাহিনীর প্রধানরা এদিন মহড়া দেখতে উপস্থিত ছিলেন। মহড়ার শেষ দিনে নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র লঞ্চ, যুদ্ধবিমান প্রতিরোধ করা, গোলা বর্ষণ ইত্যাদি অনুশীলন করা হয়েছিল। এছাড়াও সাবমেরিন ধ্বংস করতে সক্ষম ডেপথ চার্জ নিক্ষেপ করা হয়েছিল সমুদ্রে। এবার পাকিস্তানে আরেক মহড়ায় যোগ দিতে যাচ্ছে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File