সেলিব্রিটি

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা অনিল কপূর, এ নিয়ে তার আপত্তির কোন কারণ নেই বলে জানালেন তিনি

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা অনিল কপূর, এ নিয়ে তার আপত্তির কোন কারণ নেই বলে জানালেন তিনি
Key Highlights

মাঝেমধ্যেই তারকা দম্পতিদের বিচ্ছেদের খবরে শোরগোল পড়ে যায় বলিউডে। তা নিয়ে কী বক্তব্য ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কপূরের?

কিছুদিন আগেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে হইচই চলছিল বলিউডে। তারপরই সোহেল খান এবং সীমা সচদেবের বিয়ে ভাঙার খবরে শোরগোল দেখা যায়। বিবাহ এবং বিচ্ছেদ যেন লেগেই আছে বলিউডে!  মাঝেমধ্যেই দাম্পত্য জীবনে ভাঙনের খবর শোনা যাচ্ছে। তাই এই বিষয়ে অনেকেই অনেক মত প্রকাশ করে থাকেন। সেরকমই জেনে নেওয়া যাক এব্যাপারে কী বলছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কপূর। 

বলিউড দম্পতিদের বিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন অনিল কপূর। কেন এই প্রশ্ন? জেনে নেওয়া যাক কী বলছেন অভিনেতা

অনিল বলেন, ‘‘নিজের জীবনে প্রত্যেকেরই খুশি থাকা জরুরি। যদি সম্পর্কে বা দাম্পত্যে কেউ ভাল না থাকে, তা হলে বন্ধুত্বপূর্ণ ভাবেই তা থেকে বেরিয়ে পথ আলাদা করে নেওয়া যায়। তাতে ভুল কিছু নেই। আর সে জন্যই বিবাহবিচ্ছেদের আপত্তির কোনও কারণ দেখি না আমি।’’

শুধু তা-ই নয়। অনিলের মতে, কেউ আজীবন অবিবাহিত হিসেবে ভাল থাকতে চাইতেই পারে। ছেলে হোক বা মেয়ে, নিজের জীবন কে কী ভাবে কাটাবেন, সে সিদ্ধান্ত তাঁর নিজের। প্রত্যেকের এই নিজস্ব মতামতকে সম্মান করা জরুরি বলেও মনে করেন অভিনেতা।

আগামী ২৪ জুন মুক্তি পাবে অনিলের নতুন ছবি ‘যুগ যুগ জিয়ো’। রাজ মেহতার পরিচালনায়, ধর্ম প্রোডাকশন্স এবং ভায়াকম ১৮ স্টুডিয়ো প্রযোজিত ছবিটিতে রয়েছেন বরুণ ধবন, কিয়ারা আডবাণী এবং নীতু কপূর।


Uttarakhand Disaster | উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, চামোলি জেলায় ধুয়ে গেল গ্রামের একাংশ, নিখোঁজ অন্তত ১০
Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও