Anandkumar Velkumar | প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়শিপে জোড়া সোনা! স্পিড স্কেটিংয়ে অনবদ্য আনন্দকুমার

Sunday, September 21 2025, 1:49 pm
Anandkumar Velkumar | প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়শিপে জোড়া সোনা! স্পিড স্কেটিংয়ে অনবদ্য আনন্দকুমার
highlightKey Highlights

স্পিড স্কেটিংয়ের বিশ্বচ্যাম্পিয়শিপে ফের সোনা জয় করে প্রথম ভারতীয় হিসাবে দুর্দান্ত নজির গড়লেন তিনি।


রবিতেও বাজিমাত আনন্দকুমার ভেলকুমারের। স্পিড স্কেটিংয়ের বিশ্বচ্যাম্পিয়শিপে পুরুষদের ৪২ কিলোমিটার ম্যারাথনে শীর্ষে শেষ করে সোনা জিতলেন তিনি। পাঁচ দিন আগেই পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন আনন্দকুমার। ২২ বছরের তামিলনাড়ুর এই স্পিড স্কেটার রবিতে আরেকটি সোনা জয় করে বিশ্ব মঞ্চে জোড়া সোনার পদক জেতার বিরল কৃতিত্ব অর্জন করলেন। এর আগেও ৫০০ মিটারের স্পিড স্কেটিং ৪৩.০৭২ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন আনন্দ। তাঁর এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File