ফসিল ভেবে বাড়িতে আনল ৭৫ বছরের পুরোনো গ্রেনেড, ঘটল বিস্ফোরণ

Monday, December 14 2020, 12:19 pm
ফসিল ভেবে বাড়িতে আনল ৭৫ বছরের পুরোনো গ্রেনেড, ঘটল বিস্ফোরণ
highlightKey Highlights

জডি ক্রিউ ও তাঁর আট বছরের মেয়ে প্রত্যহ সমুদ্রের ধারে ঘুরতে যান এবং একদিন একটি পরিত্যক্ত জিনিসকে পরে থাকতে দেখে ফসিল ভেবে তাঁরা সেটিকে বাড়িতে নিয়ে আসেন। সেটিকে রান্নাঘরের একটি কোনায় রেখে দেন। কৌতূহলবশত ফেসবুকে পোস্টও করেন। কেও বলে শুকনো তিমি মাছের বমি, আবার কেও বলে লুপ্তপ্রায় প্রাণীর হাড়। সেই জিনিসটিই হঠাৎ বিস্ফোরণ ঘটে, আগুন লেগে যায় রান্নাঘরের একটি দেওয়ালে। পরে জানা যায় সেটি হল ৭৫ বছরের পুরোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একি গ্রেনেড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File